সিনেমায় এখনও সাইন করিনি: বাঁধন - Bangla Feed24

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, April 20, 2018

সিনেমায় এখনও সাইন করিনি: বাঁধন

মঙ্গলবার দুপুরে বাঁধন আরটিভি অনলাইনকে জানিয়েছেন তার সঙ্গে কোনো ছবির ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন হয়নি। এই অভিনেত্রী বলেন, ‘এখনও পর্যন্ত আমি কোনো সিনেমায় সাইন করিনি। আর এই বিষয়ে এখন এর চাইতে বেশি কিছু বলতে পারছি না।’ জানা গেছে, ছবিটিতে আরও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, নবাগত সুদীপ্ত, সেতু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীরকেও। ২০১০ সালে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘নিঝুম অরণ্যে’ সিনেমায় সজল বিপরীতে অভিনয় করেন বাঁধন। তার অভিনীত চরিত্রের নাম ছিলো মিলি।

No comments:

Post a Comment

Post Top Ad