নাবিলার গায়ে হলুদে তারার মেলা - Bangla Feed24

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, April 24, 2018

নাবিলার গায়ে হলুদে তারার মেলা


মাসুমা রহমান নাবিলা তাঁর গায়ে হলুদ ও বিয়ের খবর জানিয়েছিলেন অনেক আগেই। বিভিন্ন গণমাধ্যমে সেই খবর ছড়িয়েও পড়েছিল।
অপেক্ষা শেষে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় জমকালো আয়োজনে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে ‘আয়নাবাজি’ খ্যাত এই তারকার। তাঁর হবু বর জোবাইদুল হক রিম। পেশায় ব্যাংকার। ২৬ এপ্রিল তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে।
নাবিলার গায়ে হলুদে তাঁর আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ছাড়াও উপস্থিত ছিলেন মিডিয়ার বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা। তাঁরা হলেন  বন্যা মির্জা, মারিয়া নূর, স্পর্শীয়া, সাফা কবির, সোমনুর মনির কোনাল, সুমন পাটোয়ারী, আফরোজা পারভীন, ফারহানা নিশো প্রমুখ।



২০০০ সালে সৌদি আরব থেকে ঢাকায় একেবারে চলে আসেন নাবিলা। রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন তিনি। বাংলাভিশনে ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠানে প্রথম উপস্থাপনা করেন নাবিলা। এরপর এনটিভির ‘জানার আছে বলার আছে’ অনুষ্ঠান উপস্থাপনা শুরু করে তিনি। দীর্ঘদিন এই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন নাবিলা। এরপর বিভিন্ন টিভি অনুষ্ঠান উপস্থাপনা করে মিডিয়ায় নিজের শক্ত ক্যারিয়ার গড়ে তোলেন নাবিলা।
২০১৬ সালে নাবিলা প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। ছবিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন তিনি।

প্রিয় মানুষ সবাইকে দেখে বেশ উচ্ছ্বসিত ছিলেন নাবিলা। এ বিষয়ে এনটিভি অনলাইনকে নাবিলা বলেন, ‘সবাইকে দেখে অনেক ভালো লেগেছে। নতুন জীবন শুরু করছি, দোয়া করবেন সবাই।’
১৮ বছর আগে জোবাইদুল হক রিমের সঙ্গে পরিচয় হয় বলে জানিয়েছেন নাবিলা। এর পর তাঁদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।
বাবার চাকরি সূত্রে নাবিলার কৈশোর কেটেছে সৌদি আরবের জেদ্দায়। অন্যদিকে, জোবাইদুল হকও ছিলেন জেদ্দায়।

No comments:

Post a Comment

Post Top Ad