ঘুমন্ত দানবকে জাগাতে নেই। জাগালে কি অবস্থা হতে পারে তা হাড়ে হাড়ে টের
পেলো সানরাইজার্স হায়দরাবাদ। এক গেইল ঝড়েই কুপোকাত। এবারের আইপিএলের
শ্রেষ্ঠ বোলিং লাইনআপকে অলি গলির বোলার বানিয়ে ছাড়লেন ক্রিস গেইল।
যেদিন তার ব্যাট হাসে, সেদিন সব বোলার, কঠিন বল, ইয়র্কার কিংবা কাটার- সবকিছুই নস্যি। যেমন বলই দেয়া হোক, বাউন্ডারি ছাড়া করতে দক্ষ তিনি। গেইলের দানবীয় ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে পাঞ্জাব। তারপরও কম যায়নি হায়দরাবাদ। ব্যাটসম্যানদের ধারাবাহিকতা না থাকা এবং পাঞ্জাবের বোলারদের চাতুর্যপূর্ণ বোলিংয়ে শেষ পর্যন্ত ১৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রীতির দল।
যেদিন তার ব্যাট হাসে, সেদিন সব বোলার, কঠিন বল, ইয়র্কার কিংবা কাটার- সবকিছুই নস্যি। যেমন বলই দেয়া হোক, বাউন্ডারি ছাড়া করতে দক্ষ তিনি। গেইলের দানবীয় ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে পাঞ্জাব। তারপরও কম যায়নি হায়দরাবাদ। ব্যাটসম্যানদের ধারাবাহিকতা না থাকা এবং পাঞ্জাবের বোলারদের চাতুর্যপূর্ণ বোলিংয়ে শেষ পর্যন্ত ১৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রীতির দল।
No comments:
Post a Comment