‘মঙ্গলগ্রহে প্রথম অবতরণকারী একজন নারী হওয়া উচিত’ - Bangla Feed24

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, April 20, 2018

‘মঙ্গলগ্রহে প্রথম অবতরণকারী একজন নারী হওয়া উচিত’

মঙ্গলগ্রহে প্রথম অবতরণকারী একজন নারী হওয়া উচিত। সম্প্রতি এমন মন্তব্য করলেন নাসার জ্যেষ্ঠ নারী বিজ্ঞানী অ্যালিসন ম্যাকলিনটায়ার। খবর বিবিসি। ম্যাকলিনটায়ার বলেন, এ পর্যন্ত যারা চাঁদে গেছেন তাদের মধ্যে ১২ জনই ছিলেন পুরুষ। তিনি আরও বলেন, নারীদের সামনের কাতারে নিয়ে আসা উচিত। মানুষ হিসেবে কোনো নারীকেই প্রথম মঙ্গল গ্রহে পাঠানো  উচিত। প্রায় অর্ধশত বছর আগে রাশিয়া প্রথম একজন নারীকে মহাকাশে পাঠায়। আর ৪০ বছর আগে নাসা প্রথম নির্বাচন করে একজন নারী নভোচারীকে। কিন্তু এখন পর্যন্ত কোন নারীই চাঁদে যাননি। নভোচারীদের জন্য বিশাল এক প্রশিক্ষণ কেন্দ্র চালান অ্যালিসন ম্যাকলিনটায়ার। যার প্রধান তিনি নিজেই। তিনি নাসাতে ৩০ বছর ধরে কাজকরছেন। তিনি বলেন, আমার সেন্টার পরিচালক একজন নারী, আমার সাবেক ডিভিশন প্রধান ছিলেন একজন নারী, আমাদের নারী নভোচারীও রয়েছেন। কিন্তু আমরা এখনও পর্যন্ত একজন নারীকে চাঁদে পাঠাতে পারিনি। তিনি আরও বলেন, আমি মনে করি মঙ্গলে প্রথম যিনি যাবেন তিনি একজন নারী হওয়া উচিত। নাসার একজন নারী নভোচারী কারেন নেইবার্গ এরই মধ্যে ছয় মাসের বেশি সময় মহাকাশে কাটিয়েছেন। কারেন নেইবার্গ বলেন, আমাকে যখন ২০০০ সালে প্রথম নভোচারী হিসেবে বেছে নেয়া হলো তখন আমি ভেবেছিলাম একটা বাস্তব সম্ভাবনা তৈরি হলো যে আমরাই হয়তো পরবর্তীতে চাঁদে যাবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা সে সুযোগটা পাইনি। নারীরা আদৌ চাঁদে যেতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা হবে । তবে এখানে অনেক রাজনীতি চলে, প্রচুর অর্থের দরকার। সুতরাং বিষয়টা যে খুব দ্রুত হবে সেটা মনে হচ্ছে না, তবে একদিন অবশ্যই হবে। এপি/ওয়াই

No comments:

Post a Comment

Post Top Ad