ফ্যাশনে বড় দুল - Bangla Feed24

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, April 22, 2018

ফ্যাশনে বড় দুল





আদিকাল থেকেই নারীর প্রথম বায়না ছিল গয়না। আর এই বায়নার ফর্দে একজোড়া কানের দুল বরাবরই ছিল শীর্ষে। একসময় মেয়েরা কানে জুড়ে দিত ছোট কিংবা মাঝারি মানের সোনার রিং। কিন্তু সময়ের পরিক্রমায় নানা আকৃতির সেকেলে দুলগুলো হটিয়ে হালে জায়গা করে নিয়েছে ঢাউস আকৃতির কানের দুল। গোলাকার থেকে শুরু করে ঝোলানো সব কিছুতেই ‘বিরাট’-এর জয়জয়কার। নামকরা জুয়েলারি ডিজাইনার এবং স্টাইলিস্টদের মতে ২০১৮ সাল হতে যাচ্ছে বড় কানের দুলের বছর। চলুন দেখে আসি চলতি বছরের কানের কিছু বড় দুলের নমুনা।

  ১. নানা রঙ ও আকৃতির কাঁধ ছোঁয়ানো দুলগুলো অনায়াসেই আপনি দেখতে পাবেন বলিউড ও হলিউডের বিভিন্ন তারকাদের কানে। কান থেকে কাঁধ অবধি নেমে যাওয়া একটু ডিম্বাকৃতির ঝুমকার ন্যায় ইয়ার রিংগুলোও বেছে নিতে পারেন আপনার স্টাইলে।

No comments:

Post a Comment

Post Top Ad