চুলের নতুন স্টাইল ‘ফায়ার কাট’ - Bangla Feed24

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, April 22, 2018

চুলের নতুন স্টাইল ‘ফায়ার কাট’


দাউ দাউ করে আগুন জ্বলছে মাথায়। না, কোনো সিনেমার দৃশ্য নয়। এটা আসলে সম্প্রতি চালু হওয়া একটি চুল কাটার স্টাইল। চুলে আগুন লাগিয়ে কাঁচি চালিয়ে কাটছাট করা হচ্ছে। অবিশ্বাস্য হলেও এইভাবেই চুল কাটা সম্ভব। গতবছর চুল কাটার এই স্টাইলটি শুরু করে ভারতের কিছু সেলুন। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে বেশ ফলাও করে ছাপাও হয়েছিল ফায়ার কাটের এই খবরটি। অল্প কয়েকদিনের মধ্যেই ভারত এবং বাংলাদেশের ট্রেন্ড পাগল তরুণদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এ কাটটি।

No comments:

Post a Comment

Post Top Ad